গেটের তালা ভেঙে ক্যাম্পাসে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

গেটের তালা ভেঙে ক্যাম্পাসে ঢুকেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জমায়েত হন কয়েকশ শিক্ষার্থী।

ছবি: সংগৃহীত

পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের জানান, বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন।

এরপর তারা ভিসির বাসভবনে গিয়ে তাকে স্মারকলিপি দেন এবং আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি চাইলেই তো আর হল খুলে দিতে পারি না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি যথাযথ কতৃপক্ষকে জানাব।'

বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করছিল।

Comments

The Daily Star  | English

Prof Yunus in Tokyo to join Nikkei Forum, hold bilateral talks

The chief adviser landed at Narita International Airport at 2:05pm (local time)

1h ago