সাদিক আবদুল্লাহর বাড়িতে পুড়ে যাওয়া মরদেহের একটি প্যানেল মেয়র লিটুর

বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নইমুল হোসেন লিটু। ছবি: সংগৃহীত

বরিশালের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাড়িতে গত ৫ আগস্ট অগ্নিসংযোগে পুড়ে যাওয়া আরেকটি মরদেহের পরিচয় মিলেছে।

মরদেহটি বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নইমুল হোসেন লিটুর বলে তার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গত ৫ আগস্ট সা‌দিক আব্দুল্লাহর কালীবাড়ি রোডের বাসায় অগ্নিসংযোগ করা হয়। এরপর ওই বাসার এক‌টি কক্ষ থে‌কে পু‌ড়ে যাওয়া তিন‌টি মরদেহ উদ্ধার করা হয়। 

দুটি মরদেহের পরিচয় ঘটনার দি‌ন শনাক্ত করা গেলেও আরেকটির পরিচয় শনাক্ত করা যায়নি।

মরদেহটি শনাক্তের পর গাজী নইমুল হোসেন লিটুর স্ত্রী নাজমুন নাহার দ্য ডেইলি স্টারকে জানান, 'তার হাতের আংটি ও মোবাইল ফোন, প্যান্ট দেখে আমরা নিশ্চিত হয়েছি তার পরিচয়।'

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ৫ আগস্ট ফায়ার সার্ভিস ৩টি মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে আসে। দুটি মরদেহ সেদিনই স্বজনরা নিয়ে যায়। ঘটনার চারদিন পরে তৃতীয় মরদেহের পরিচয় উদ্ধার হলো।

 

Comments

The Daily Star  | English

Online recharge for metro rail cards now available

New digital top-up service aims to ease commuter queues and streamline metro and bus travel

46m ago