হাতিরঝিলে ভাসছিল জিটিভির নারী সাংবাদিকের মরদেহ

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ভোররাত পৌনে ২টার দিকে পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীর নাম রাহনুমা সারাহ (৩২)। তিনি জিটিভির নিউজরুম এডিটর ছিলেন।

রাহনুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, ভোররাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম সেতুর নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে দেখতে পান তিনি। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত তাকে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে রাহনুমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সাগর বলেন, 'তিনি কীভাবে লেকের পানিতে পড়লেন সেটা জানতে পারিনি।'

মৃত রাহনুমা মিরপুরের কল্যাণপুরে বসবাস করতেন। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

রাহনুমা গাজী টিভির (জিটিভি) নিউজরুম এডিটর ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাহনুমার মরদেহ মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

DUCSU, hall union polls set for Sept 9

Draft voter list to be published on Jul 30; results on election day

11m ago