চিকিৎসকদের কর্মবিরতি ২৪ ঘণ্টার জন্য স্থগিত

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৪ ঘণ্টা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন চিকিৎসকরা।

উপদেষ্টা চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনরত চিকিৎসকরা ২৪ ঘণ্টার জন্য কর্মবিরতি স্থগিত করবেন বলে জানান।

তবে বৈঠকে উপস্থিত চিকিৎসকরা জানান, কর্মবিরতি স্থগিত করা হলেও, শুধু জরুরি বিভাগে চিকিৎসা চালু থাকবে।

সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল হট্টগোল হয়। সে সময় এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন।

চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, 'যারা চিকিৎসকদের ওপর হামলা করেছে তাদের সামান্যতম ছাড় দেওয়া হবে না।'

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 

 

Comments

The Daily Star  | English

When water becomes poison

Women bear brunt as Satkhira’s salinity crosses WHO limit

10h ago