আশুলিয়ায় অধিকাংশ কারখানা খুললেও ২০টি এখনো বন্ধ

আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের অবস্থান। ছবি: স্টার ফাইল ফটো

আশুলিয়া শিল্পাঞ্চলের বন্ধ কারখানার অধিকাংশই আজ রোববার খুলেছে। তবে এখনো ২০টি কারখানা বন্ধ রয়েছে।

এরমধ্যে ১৮টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি দুটি কারখানা সাধারণ ছুটির আওতায় বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ বন্ধ কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছে। তবে দাবি-দাওয়া নিয়ে সুরাহা না হওয়ায় আজ ২০টি কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এ ছাড়া, দুটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা অবস্থায় বন্ধ রয়েছে। এসব কারখানার মধ্যে অধিকাংশই পোশাক কারখানা। দু-একটি রয়েছে ওষুধ ও জুতা প্রস্তুতকারী কারখানা।'

'আজ শিল্পাঞ্চলে কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই ও শ্রমিকরা রাস্তায় নামেননি। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে', বলেন তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৬টি কারখানা ১৩/১ ধারায় বন্ধ ছিল। এ ছাড়া, ১৩৩ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল ৪৯টি কারখানা বন্ধ ছিল। 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago