কর্মবিরতি প্রত্যাহার, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন শুরু

স্টার ফাইল ছবি

দাবি পূরণের আশ্বাসে প্রায় ২১ ঘণ্টা পর কর্মবিরতি থেকে সরে এসেছেন কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার চালক শ্রমিকরা।

আজ বুধবার দিবাগত রাত ৯টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভা হয়। সেখানে দাবি পূরণ সংক্রান্ত চুক্তিপত্র সই হয়।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমান, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি আবু সালেহ জুয়েল এবং শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ডাম্প ট্রাক ইউনিয়নের সভাপতি সেলিম খান ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মালিক প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র প্রদানসহ বিভিন্ন দাবিতে গত রাত ১২টা থেকে শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেছিলেন।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says Khandaker Mosharraf after meeting with Yunus; reiterates demand for election by Dec

2h ago