এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে একক যাত্রার পাস দেওয়া যথারীতি চালু থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যায় মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

এদিকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এমআরটি কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু সেবা বন্ধ থাকবে। 

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English
honor smartphone inside

How to build a smartphone

Smartphones feel inevitable in the hand, yet each one begins as a set of drawings, components and hypotheses. The journey from concept to finished device is a carefully sequenced collaboration between design labs, supplier networks and high-throughput assembly lines. In leading electronics hubs across Asia, that journey can take as little as days once a design is frozen and parts are on site.

2h ago