চট্টগ্রামে নিরাপত্তাহীনতায় শো-রুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরলেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নিরাপত্তাহীনতায় শো-রুম উদ্বোধনে অংশ নিতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

শনিবার দুপুর ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের 'খুকি লাইফস্টাইল' নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল চট্টগ্রামের মেয়ে মেহজাবীনের। তবে তার আগেই এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয় 'রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা'।

জানা গেছে, শো-রুম উদ্বোধনে অংশ নিতে মেহজাবীন চৌধুরী বিমানযোগে চট্টগ্রামে আসেন। বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পর তিনি জানতে পারেন তাকে কেন্দ্র করে রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি পক্ষ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। এরপর নিরাপত্তাজনিত কারণে তিনি আর ওই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি।

এ বিষয়ে 'খুকি লাইফ স্টাইল' শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজনৈতিক সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। নিরাপত্তার অভাবে তিনি আবার ঢাকায় ফিরে গেছেন। তাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।'

এ বিষয়ে মেহজাবীন চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

American doctors who exposed the Nixon–Kissinger lies

Due to its strong ties to Pakistan as a Cold War ally, the Nixon administration declined to recognise the genocide.

10h ago