টঙ্গীতে ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২৬

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন।

আজ বুধবার রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সকাল সাড়ে ৭টায় টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাচ্চু মিয়া (৭০) এবং  ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)।

ওসি বলেন, তাদের মধ্যে একজন টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং অপর জন ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় মাঠের ভেতর থেকে যোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা  হাফিজুল ইসলাম নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেন, এই পর্যন্ত দুজন নিহত ও অনেকে আহত হয়েছেন। আহতরা হাসপাতালে এসেছেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago