রিউমর স্ক্যানারের প্রতিবেদন

বিপিএল কনসার্টে নারী সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্য দাবিতে মিথ্যা প্রচারণা

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা ভিডিওটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান ও মিউজিক ফেস্ট। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেজে একজন নারীর গান গাওয়ার ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, 'স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহ-সমন্বয়ক আপুর পেয়ারে-লাল পারফরম্যান্স!'

এ ছাড়া, ওই একই ভিডিওটি নারী সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্যের দাবিটি ছাড়াও কেবলমাত্র বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্য দাবিতেও প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো নারী সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্য বা বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্য নয়। বরং প্রচারিত ভিডিওটি ভারতের একটি উৎসবে ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্তের গান গাওয়ার দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে 'পানিহাটি উৎসব ও বইমেলা' নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বরে 'Pyarelal (প্যারেলাল) গানটি গেয়ে সকলের মন জয় করলেন আমাদের সকলের পছন্দের নায়িকা' শীর্ষক ক্যাপশনে প্রকাশিত সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। তবে, ওই ভিডিওটিতে স্টেজে গান গাওয়া নারীর পরিচয় উল্লেখ করা হয়নি।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ওই ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, পানিহাটি উৎসব ও বইমেলা ভারতের পশ্চিমবঙ্গের সোদপুরের অমরাবতী ময়দানে ২০ ডিসেম্বর থেকে শুরু হয়, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে বইমেলা, সাংস্কৃতিক উৎসব, ফুড পার্ক, স্বনিযুক্তি গ্যালারি, শিল্প বাণিজ্য গ্যালারি, আর্ট গ্যালারি, আলোকচিত্র প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা, পানিহাটি শ্রী, বিনাব্যয়ে মেডিক্যাল ক্যাম্প ও সেমিনারসহ নানা বিষয় আয়োজন করা হচ্ছে।

পরবর্তী অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় গত ২৩ ডিসেম্বরে 'Nandini: "পেয়ারেলালের প্যারালাইসিস হয়ে গেছে শুনে!", দুই শালিক খ্যাত নন্দিনীর গান শুনে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া' শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ওই সংবাদ প্রতিবেদনটিতে প্রচারিত ভিডিওটির একটি স্ক্রিনশটেরও সংযুক্তি পাওয়া যায়।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

ওই প্রতিবেদন থেকে জানা যায়, পানিহাটি বইমেলায় অতিথি হিসেবে এসেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। মঞ্চে উঠে গাইলেন দুই পৃথিবী ছবিটির হিট গান পেয়ারেলাল। পানিহাটি উৎসব ও বইমেলা পেজের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কালো জ্যাকেট, কালো প্যান্ট পরে মাইক হাতে গান গাইছেন দুই শালিক ধারাবাহিকের অভিনেত্রী। হাতে ধরা ফোন দেখে দেখেই গাইছেন।

অর্থাৎ, প্রতিবেদনটি থেকে জানা যায়, গান গাওয়া ওই নারী ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্ত। একই তথ্য টিভি৯ বাংলা ও আজকালের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়।

রিউমর স্ক্যানার
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া

তা ছাড়া, প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর সঙ্গে নন্দিনী দত্তের মুখমণ্ডলের তুলনা করলেও সাদৃশ্য পাওয়া যায়, যা অধিকতর নিশ্চিত করে প্রচারিত ভিডিওটিতে গান গাওয়া নারী ভারতীয় অভিনেত্রী নন্দিনী দত্ত।

সুতরাং, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো নারী সহ-সমন্বয়কের গান গাওয়ার দৃশ্যের বা বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টের দৃশ্যের শীর্ষক দাবি মিথ্যা।

Comments

The Daily Star  | English

Govt angling for free trade with EU

Bangladesh is working to sign a free trade agreement (FTA) with the EU along with a few other trading partners for continued duty-free access when the country becomes a developing country next year.

56m ago