‘হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় হতে পারে অক্টোবরে’

অধ্যাপক আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন তিন থেকে চারটি মামলার রায় আগামী অক্টোবর মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

'এসব মামলায় শেখ হাসিনাসহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও আসামি আছেন,' বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে।'

'এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে,' বলেন তিনি। 

আইন উপদেষ্টা আরও বলেন, 'আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে, তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি।'

Comments

The Daily Star  | English

CA praises armed forces, calls for historic role in upcoming polls

Commends their service in nat'l security, development; urges support for February elections

2h ago