হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবেই: স্কাই নিউজকে ড. ইউনূস

ছবি: এক্স প্ল্যাটফর্ম/ স্কাই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকার তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া শুরু হবে। শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই—তার পরিবারের সদস্য, সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে।

প্রতিবেদনে বলা হয়, হাসিনার বিরুদ্ধে তার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক গুম পরিচালনার অভিযোগ রয়েছে, পাশাপাশি গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের গণহত্যার অভিযোগও আছে।

গত ৫ আগস্ট বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে আছেন। তার বিরুদ্ধে গোপন আটককেন্দ্রের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' নামে এসব গোপন আটককেন্দ্রে তার রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ 'আনুষ্ঠানিক চিঠি' পাঠিয়েছে, তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো 'আনুষ্ঠানিক জবাব' আসেনি।

তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন তিনি বিচারের মুখোমুখি হবেনই, বলেন ড. ইউনূস। 

সম্প্রতি ড. ইউনূস এ ধরনের একটি 'কুখ্যাত গোপন বন্দিশালা' পরিদর্শন করেছেন, যা 'আয়নাঘর' নামে পরিচিত।

'আপনার দেখার বা অনুভবের ক্ষেত্রে এর চেয়ে বীভৎস আর কিছু হতে পারে না,' বলেন তিনি।

ড. ইউনূস জানান, এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারা এবং এর পরিসর কতটা তা নিয়ে কাজ করতে 'সময় লাগছে'।

'তারা সবাই এই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল', বলেন তিনি।

'পুরো সরকারই এর সঙ্গে জড়িত ছিল। এ কারণে, আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজ স্বার্থে এটি করছিল বা কে নির্দেশ পালন করছিল কে এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল।'

হাসিনা, সামরিক বাহিনী ও পুলিশের বিরুদ্ধেও জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন পরিচালনার অভিযোগ রয়েছে। জাতিসংঘের হিসাব মতে, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

ড. ইউনূস ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করছেন এবং তিনি নেতৃত্বে থাকা অবস্থায় এ বিষয়টির নিষ্পত্তি করে যেতে চান।

Comments

The Daily Star  | English

BNP sticks to demand for polls by December

In a meeting with Chief Adviser Prof Muhammad Yunus last night, the BNP restated its demands that the next general election be held by December and the government immediately announce a roadmap to that end.

6h ago