যমুনা রেলসেতুতে যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া

ছবি: যমুনা রেলওয়ে সেতু প্রকল্প কর্তৃপক্ষের সৌজন্যে

আগামী ১৮ মার্চ নবনির্মিত যমুনা রেল সেতু পুরোপুরি খুলে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আর এর পরদিন থেকে ওই রুটে সেতু ব্যবহারকারীদের গুণতে হবে ট্রেনের বাড়তি ভাড়া।  

সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করা টোল বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে করে, ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতু দিয়ে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী ৩০টিরও বেশি ট্রেনের ভাড়া বাড়বে।

যেমন—ঢাকা-রাজশাহী রুটে নন-এসি চেয়ারের ভাড়া ৪৫ টাকা, এসি চেয়ার ৮০ টাকা, এসি সিট ৯৫ টাকা এবং এসি বার্থের ভাড়া ১৪০ টাকা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের একদিন পর আগামী ১৯ মার্চ থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

গত ১২ ফেব্রুয়ারি নবনির্মিত যমুনা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে সেতুর দুটি লেনের একটি ব্যবহার করে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে বাংলাদেশ রেলওয়ে।

জাপানের ঋণে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ সেতুটি ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর রেল যোগাযোগ বৃদ্ধি করবে।

Comments

The Daily Star  | English

Telecom white paper exposes deep-rooted graft

The white paper paints a bleak picture of a sector "structurally misaligned, operationally compromised and failing to deliver trusted, affordable connectivity"

13h ago