ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মারা গেছেন

অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মারা গেছেন।

অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার তিনি মারা যান।

ইউজিসির সাবেক সদস্য ও কাজী শহীদুল্লাহর সহকর্মী অধ্যাপক মোহাম্মদ আলমগীর জানান, অধ্যাপক শহীদুল্লাহ অস্ট্রেলিয়ায় ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। ক্যানবেরায় মেয়ের বাসায় তিনি মারা যান।

অধ্যাপক শহীদুল্লাহ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত ১১ আগস্ট অধ্যাপক শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পরামর্শে এবং স্বাস্থ্যের অবনতির কারণে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না।

২০২৩ সালের ২৮ মে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পান তিনি। তার প্রথম মেয়াদ শুরু হয় ২০১৯ সালের মে মাসে।
 

Comments

The Daily Star  | English
foreign exchange reserves drop

Bangladesh Bank plans to raise reserves to $35b by year-end: Governor

Within December, non-performing loans also likely to come down, Ahsan H Mansur says at ERF seminar

50m ago