সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে: চীনের সম্মেলনে প্রধান উপদেষ্টা

চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। এসব সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।

আজ বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 'আজ আমি একটি ভিন্ন ভূমিকায় আপনাদের সামনে দাঁড়িয়েছি, এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি যেটি গত বছরের জুলাই-আগস্ট মাসে ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশ্ব নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণকে দেখতে পেয়েছে।'

'বাংলাদেশের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করার জন্য আমাদের তরুণ ও নাগরিকরা ব্যতিক্রমী সংকল্প ও শক্তি প্রদর্শন করেছেন। জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি', বলেন তিনি।

ড. ইউনূস বলেন, 'নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সংস্কারের জন্য স্বাধীন কমিশন করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।'

এশীয় দেশগুলোকে উজ্জ্বল ভবিষ্যৎ ও যৌথ সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিরও আহ্বান জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English
Rohingya children

Education at Rohingya camps in disarray

The funding shortfall stems largely from a drastic reduction in humanitarian aid by the US

10h ago