যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আহত ৫

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারজন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। জুয়েল বেপারী (৪০) নামে এক যুবকের জখম বেশি হওয়ায় রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি একটি নার্সারির কর্মচারী।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার ডান হাত ও বাম পায় জখম হয়েছে।

জুয়েলের আত্মীয় শাকিল বেপারী জানান, গত ১৫ মে থেকে যাত্রাবাড়ী এলাকায় বৃক্ষ মেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। 

রমজানুল হক আরও বলেন, 'হানিফ ফ্লাইওভার ওপর থেকে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে। আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি।'

Comments