কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

নৌকাডুবি
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের ফিরিয়ে আনতে শনিবার মধ্যরাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। 

এছাড়া পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। 

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটকদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। 

বিষয়টি নিয়ে বালারহাট বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানতে পারেন। তখন অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য বিএসএফকে কঠোর বার্তা দেওয়া হয়। বার্তায় বিএসএফকে আরও জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশী নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশি নন এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। 

এর পরিপ্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে আটজন করে নারী-পুরুষ ও শিশুর তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে দেয়। ওই তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের একজন জাহিদুর ইসলামের ভাই শহিদুল ইসলাম জানান, ২০ বছর আগে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান জাহিদুর। সেখান থেকে আসার সময় বিএসএফের কাছে আটক হলে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভাইসহ পরিবারের চার সদস্যকে ফেরত পেয়েছেন। 

বিষয়টি নিয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর হাসনাইন বলেন, 'যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments