লালমনিরহাট সীমান্তের শূ্ন্যরেখায় শিশুসহ ১৩ জন, পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি

সীমান্তের শূন্যরেখায় এক বছরের মেয়ে মরিয়মকে জড়িয়ে ধরে বসে আছেন মানিকজান বেগম। চোখ স্থির বাংলাদেশের দিকে। তাদের সঙ্গে আছেন আরও ১১ জন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী চওড়াটারী সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৯ (এস) এর কাছে আছেন তারা।

বুধবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সেখানে এনে জড়ো করে। স্থানীয়দের অভিযোগ, তাদের বাংলাদেশে পুশ ইন করার প্রস্তুতি নিচ্ছিল বিএসএফ। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়রা সেখানে অবস্থান নেয়।

সীমান্ত এলাকার বাসিন্দা হযরত আলী জানান, 'আমি দূর থেকে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি তারা ভারতের আসাম রাজ্যের দাররাং জেলার গলগাঁও থানার বাসিন্দা। তাদের কাছে ভোটার কার্ডসহ সব পরিচয়পত্র ছিল, কিন্তু বিএসএফ তা কেড়ে নিয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা স্থানীয়রা সীমান্তে অবস্থান নিয়েছি বিজিবির সঙ্গে। আমাদের এলাকায় এভাবে কাউকে জোর করে পাঠানো হলে সেটা আমরা মেনে নেব না।'

জিরোলাইনে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে কয়েকজন ষাটোর্ধ্ব বলে জানান তিনি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দূর্গাপুর কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবদোর আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো সাড়া দেয়নি। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এবং কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রাও আমাদের সঙ্গে রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।'

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

53m ago