লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

ছবি: সংগৃহীত

দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ আল আমিন, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী, মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম ২৯ আগস্ট মামলাটি করেন

আজ সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ঢাকার একটি আদালতে হাজির করা হবে।'

এর আগে, গতকাল ঢাকায় আবদুল লতিফ সিদ্দিকীসহ আরও ১৫ জনকে আটক করে পুলিশ। তার আগে একদল ব্যক্তি আলোচনাসভায় গিয়ে লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশের হাতে তুলে দেয়।

'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজক ছিল নবগঠিত 'মঞ্চ ৭১' নামের একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটরিয়ামে।

অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। অধ্যাপক হাফিজুর রহমানের বক্তব্যের কিছুক্ষণ পরই একদল ব্যক্তি মিছিল নিয়ে ভেতরে ঢোকে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

তারা অডিটেরিয়ামের ভেতরে উপস্থিতদের অবরুদ্ধ করে রাখে। পরে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তারা লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে সোপর্দ করে। সেখান থেকে পুলিশ একটি ভ্যানে করে তাদের নিয়ে যায়।

Comments

The Daily Star  | English

CA pays homage to Liberation War martyrs on Victory Day

The nation is celebrating the Victory Day with elaborate programmes paying homage to the martyrs who made supreme sacrifice in 1971

39m ago