বাগেরহাটে বাসচাপায় শিক্ষক নিহত, মহাসড়ক অবরোধ

ছবি: পার্থ চক্রবর্তী

বাগেরহাটের কচুয়ায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত শিক্ষকের নাম আসাদুর রহমান। তিনি জেলার মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি, কালীগঞ্জ উপজেলার সাতবাসু গ্রামে।

বিদ্যালয়সূত্রে জানা যায়, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে গত এক বছর এক মাস ধরে কর্মরত ছিলেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ একটি ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, দোলা পরিবহনের একটি বাস মোড়েলগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় আসাদুর রহমানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বাসটি সড়কের পাশে খালে পড়ে যায়।

স্থানীয়রা আহত আসাদুরকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এবং বাসে ভাঙচুর চালায়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর  স্থানীয়দের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো শিক্ষক আসাদুর স্কুলে আসছিলেন। তখন বাসটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।  বাসটি সরাতে কাটাখালী হাইওয়ে পুলিশের রেকার ডাকা হয়েছে। চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়েছেন, তাদের সন্ধান চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

Comments

The Daily Star  | English

ICT sends 15 army officers to jail

Govt and jail authorities would determine the facility where the officers will be kept, Tajul Islam says

1h ago