শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৫মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, স্থানীয় সময় বেলা ২টা ২৫মিনিটে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে।  আগামীকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

গাজার উদ্দেশে রওনা হওয়া একটি জাহাজ থেকে গত বুধবার আলোকচিত্রী শহিদুল আলমকে অপহরণ করে ইসরায়েলি বাহিনী। এরপর তাকে ইসরায়েলের কারাগারে নেওয়া হয়।

সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওতে তিনি নিজেই এ কথা জানান।

গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। 

 

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

1h ago