জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম জাহিদ। তার শ্যালক মো. উজ্জ্বল জানান, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন এবং কল্যাণপুর এলাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত জাহিদকে প্রথমে ট্রমা সেন্টার এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তারা ভোরে ঘটনাস্থলে পৌঁছান।

'ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়, তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনায় একজন আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।'

তবে উজ্জ্বলের দাবি, জাহিদ সংঘর্ষে জড়িত ছিলেন না এবং সংঘর্ষের সময় বন্ধুদের সঙ্গে বাইরে গিয়েছিলেন। 'পায়ের কাছে একটি ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।'

পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Undefeated, unmatched

Khaleda Zia's enviable election record testifies to her popularity

1h ago