অপরাধ পর্যালোচনা সভা

ফ্যাসিস্টদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, 'ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে।'

'তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না,' যোগ করেন তিনি।

আজ সোমবার সকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরের 'হল অব প্রাইড' সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে।'

তিনি বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে ও সর্বাধিক গুরুত্বপূর্ণ। এ দেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সব মহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা বাংলাদেশ পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।'

আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়—ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনী মাঠে আপনারা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।'

তিনি আরও বলেন, 'পুলিশ সদস্যদের কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান ও গ্রহণ এবং নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না।'

অধীনস্থ পুলিশ সদস্যদের মধ্যে যাদের পেশাদারিত্ব-শৃঙ্খলা নেই, কমান্ড মানতে চায় না; যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া তিনি জেলা পর্যায়ে ঘনঘন কোর কমিটির সভা করার আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করতে হবে। জেলার সব বিষয় নখদর্পণে রাখতে হবে। থানা থেকে লুট হওয়া বা হারানো বা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে হবে।

জেলার কেপিআইগুলোর নিরাপত্তা জোরদার করা এবং অগ্নিকাণ্ডের মতো বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পুলিশের ওপর আক্রমণ কোনো অবস্থাতেই সহ্য করা হবে না উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

Crowds gather at Manik Mia Avenue ahead of Osman Hadi’s Janaza

Army, police and Rab deploy heightened security as hundreds gather near Parliament complex

42m ago