শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রংরুমের ভল্ট থেকে আমদানি করা আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে। তবে কোন অস্ত্র, কয়টি চুরি হয়েছে, তা জানাতে পারেনি ভল্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর ভল্টের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় বিমানের নিরাপত্তা বিভাগ। ভেতরের অস্ত্র চুরি হয়েছে, এই সন্দেহে সেদিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন।

বোসরা ইসলাম বলেন, চুরি যাওয়া অস্ত্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা হয়েছিল। তবে কোন বাহিনীর জন্য এবং কয়টি অস্ত্র আনা হয়েছিল, তা জানাতে পারেননি তিনি। 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানা ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এ ঘটনার তদন্ত করছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, জিডিতে কতগুলো অস্ত্র চুরি হয়েছে, তা উল্লেখ করা হয়নি। তবে ভল্টে থেকে যাওয়া অন্যান্য অস্ত্রগুলো বিমানবন্দর থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে বিমানের নিরাপত্তা বিভাগের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
 

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

1h ago