লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের কোম্পানি, চুক্তি আগামী সপ্তাহে

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ লক্ষ্যে আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি করতে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী সপ্তাহে ডেনমার্কভিত্তিক মায়ার্স্ক গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা দেশে ইউরোপের কোনো কোম্পানির একক সর্বোচ্চ বিনিয়োগ।'

তিনি আরও বলেন, লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট।

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে ড. ইউনূস বলেন, অভ্যুত্থানের পর গভীর গহ্বর থেকে অর্থনীতিকে উদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। গত ১৫ মাসে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভসহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ঘুরে দাঁড়িয়েছে এবং মানুষের আস্থা ফিরে এসেছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago