খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা

খুলনায় বাউল–সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ এবং ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল পাঁচটার দিকে খুলনা শহরের ব্যস্ততম শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

গণতান্ত্রিক ছাত্রজোট জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাউল সংগীতশিল্পীদের ওপর হামলা, মাজার ও খানকা ভাঙচুর, এবং ভিন্ন ধর্মমতের মানুষকে লক্ষ্য করে সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে তারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে খুলনায় সমাবেশ আয়োজন করা হয়।

এদিকে একই স্থানে ধর্ম অবমাননার অভিযোগে 'ছাত্র-জনতা' ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আরেকপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল শুরু হওয়ার আগেই ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা এলাকা দখলে রাখে। পরে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তিনটার সময়। আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করি। বিকেল পাঁচটার দিকে পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করে। এটি পরিকল্পিত হামলা। ছাত্র জনতার নামে যারা এসেছিল, তারা শিবির ও এবি পার্টির কর্মী।'

জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, 'একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ছিল। বড় কোনো সমস্যা হয়নি, সামান্য হাতাহাতি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।'

Comments