শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

মো. তৌহিদ হোসেন | ফাইল ছবি

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শুক্রবার সকালে রংপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে তৌহিদ এক মত বিনিময় সভায় অংশ নেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত এখনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কী করবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে, আমরা তো চেয়েছি তাকে ফেরত পাঠানো হোক। যেহেতু উনি একজন সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনো পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট (জল্পনা-কল্পনা) না করাই ভালো। দেখা যাক কী হয়, আমরা তো চেয়েছি...।'

'এ ধরনের ঘটনায় চট করে, এক দিনে-সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া যায়,' যোগ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি যে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। দেখুক তারা পরীক্ষা-নিরীক্ষা করে।'

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, অপহৃত জেলেদের ফেরাতে সরকারের পরিকল্পনা কী এবং আরাকান আর্মির সঙ্গে সরকার দ্বিপাক্ষিক আলোচনায় যাবে কি না জানতে চাইলে তৌহিদ গণমাধ্যমকর্মীদের বলেন, 'আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, এই জন্য যে তারা ননস্টেট। আমরা দ্বিপাক্ষিক আলোচনায় যাব না। মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি, তাদের সঙ্গে করতে পারি না।'

'তবে আমাদের স্বার্থ যেহেতু আছে, আমাদেরকে তো দেখতে হবে। সব কিছু তো আর প্রকাশ করা যায় না কিন্তু এই ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সে জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখা যাক কীভাবে কাজ করে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

16h ago