ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি, পয়সার ব্যাগ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে।

বাসার গেটের সামনে খুচরা পয়সার একটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার বাড়িটির একটি তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে চোর ঢুকেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ছবি: সংগৃহীত

এ ঘটনায় আজ শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়াজীদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দুজনকে পালিয়ে যেতে দেখেছেন। এর মধ্যে একজন হাদির প্রতিবেশী বলে জানান ওই প্রত্যক্ষদর্শী।

জানা গেছে, এই বাড়িতে হাদির বোন তার পরিবার নিয়ে থাকতেন। শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে তারা ওইদিনই ঢাকায় চলে যান।

বাসার গেটের সামনে খুচরা পয়সার একটি ব্যাগ ফেলে রেখে গেছে চোর। স্থানীয়রা এটি উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে পুলিশ এখনো জানায়নি ব্যাগটিতে কত পয়সা আছে।

ছবি: সংগৃহীত

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ডাইনিং রুমের জানালা দিয়ে দুজনকে পালিয়ে যেতে দেখেছেন। মূল ঘর তালাবদ্ধ থাকায় সেখানে কোনো ক্ষতি হয়নি। ডাইনিং রুম থেকে কোনো মালামাল নেওয়া হয়েছে কি না, তা বাড়ির মালিক নিশ্চিত না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, 'বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ভেতরে ঢোকে। কোনো মালামাল নেওয়া হয়েছে কি না, তা আমরা জানতে পারিনি।'

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে লাইফ চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

15h ago