বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

একটি কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের চার দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো। 

ভারতীয় হাইকমিশনারকে তলবের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পলাতক শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও আসন্ন সংসদ নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে করা ওই দাবিকে নাকচ করে দেয় ভারতীয় হাইকমিশন।

 

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

1h ago