‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ হাদি, অস্ত্রোপচার সিঙ্গাপুরে: ইনকিলাব মঞ্চ
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে 'জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে' রয়েছেন এবং সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে এ তথ্য জানায়। পোস্টে হাদির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
প্ল্যাটফর্মটি জানায়, হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
এতে আরও জানানো হয়, হত্যাকারীরা যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।
গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।


Comments