১০ শর্তে কুমিল্লায় বিএনপির গণসমাবেশের অনুমতি

কুমিল্লায় ১০ শর্তে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশাসনের শর্তগুলোর মধ্যে রয়েছে—বিকেল সাড়ে ৪টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে; মাইকের ব্যবহার সীমিত রাখতে হবে; মিছিল-মোটরসাইকেল শো ডাউন করা যাবে না; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ভাবমূর্তি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন বক্তব্য রাখা যাবে না; ব্যানার-ফ্যাস্টুন সীমিত করতে হবে; পতাকা স্ট্যান্ড হিসেবে কোনো লাঠি ব্যবহার করা যাবে না; যানবাহন শহরের ভেতরে আনা যাবে না; রাস্তা বন্ধ করা যাবে না; আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন কিছু করা যাবে না; নেতা-কর্মীরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই দায়িত্ব আয়োজকদের নিতে হবে এবং স্টেজ তৈরির সঙ্গে যারা জড়িত তারা ছাড়া অন্য কেউ সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদকে একাধিকার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

7m ago