‘ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা লুট করছে আ. লীগ’

নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে গত ১০ বছরে এই খাতে কমপক্ষে ৬০ হাজার কোটি টাকা লোপাট করেছে। বিদ্যুতের কথা বলে সরকার দেশের মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ ও দলের চেয়ারপারসনের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'সরকার চুক্তি করেছে, বিদ্যুৎ কিনুক বা না কিনুক মাসের শেষে টাকা দিতে হবে। ক্যাপাসিটি চার্জের নামে ৬০ হাজার কোটি টাকা লুট করছে আওয়ামী লীগ। কতটি বিদ্যুৎকেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে, তাদের ক্যাপাসিটি চার্জ কত, কত উৎপাদন আছে, কত হওয়া দরকার সেই হিসাব চেয়েছিলাম। তারা তা দিতে পারবে না।'

তিনি আরও বলেন, 'মেগা প্রকল্পের নামে দেশের বিপুল টাকা সরকার বিদেশে পাচার করে দিয়েছে। তাই দেশের অর্থনীতির এই দুরবস্থা। প্রশাসনসহ সবক্ষেত্রে ঘুষ আর দুর্নীতি। সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে।'

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান ।

Comments

The Daily Star  | English

Hasina 'green lit' BDR killings, Taposh 'chief coordinator': Investigation Commission

Report submitted to CA; commission says there's evidence of 'external involvement'

2h ago