সাংবাদিক নাদিম হত্যা

বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি

রিফাত হোসেন। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে ছাত্রলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার জেলা ছাত্রীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। রিফাত বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সাংবাদিক নাদিম হত্যার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়েছে, ওই ন্যক্কারজনক ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে রিফাতের সংশ্লিষ্টতা জোড়ালভাবে উল্লেখিত হওয়ায় দলীয় ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

একইসঙ্গে স্থায়ীভাবে কেন অব্যাহতি দেওয়া হবে না, আগামী ৭ দিনের মধ্যে রিফাতকে তা জানাতে বলা হয়েছে।

জামালপুর জেলা লীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা ছাত্রলীগের বিশেষ এক সভায় রিফাতকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।'

Comments

The Daily Star  | English

Cyber Security Agency urges media not to run convicted fugitive Hasina's statements

Airing such statements is a violation of Cyber Security Ordinance 2025, it says

3h ago