সাভারের মহাসড়কে লাঠি হাতে যুবলীগ নেতাকর্মীরা

লাঠি হাতে থানা স্ট্যান্ডের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করছেন দুই শতাধিক নেতাকর্মী। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

আগামীকাল রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার সাভারে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে যুবলীগ। লাঠি হাতে থানা স্ট্যান্ডের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করছেন দুই শতাধিক নেতাকর্মী।

আজ শুক্রবার সকালে এ অবস্থান কর্মসূচিতে ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজান ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারকেও লাঠি হাতে অবস্থান নিতে দেখা গেছে।

জানতে চাইলে কবির হোসেন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'জামায়াত, বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা অবস্থান নিয়েছি।'

সাভারে জামায়াত-বিএনপির নৈরাজ্যর কোনো চিত্র আজ দেখতে পেয়েছেন  কি না জানতে চাইলে তিনি বলেন, 'না। আজ জামায়াত বিএনপি মাঠে নেই।'

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, 'এ ব্যাপারে আমার জানা নেই।'

আগামীকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

Comments

The Daily Star  | English
default loans in Bangladesh

Tk 4 lakh crore default loans stuck in lawsuits

More than Tk 4 lakh crore in defaulted loans remain locked in over 2.22 lakh cases in money-loan courts, putting further strain on the already fragile banking sector and dragging on the wider economy..Bangladesh Bank data show that as of June, 222,341 cases involving Tk 407,435 crore were

3h ago