তফসিল ঘোষণার প্রতিবাদে কাল বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল

তফসিল ঘোষণার প্রতিবাদ
বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ। ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।'
 

Comments

The Daily Star  | English

Teachers withdraw suspension, vow to continue protest

An hour after announcing the suspension of their work abstention, government primary school teachers last night declared that they would continue their protest.

6h ago