৬২ দিন পর বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু কারামুক্ত

কারাফটকে বিএনপি নেতাকর্মীরা রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

২ মাস ২ দিন কারাভোগের পর গতকাল বুধবার রাত ৮টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। 

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রিয়াজুল হান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, 'কারাফটকে বিএনপি নেতাকর্মীরা রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।' 

গত ২৪ নভেম্বর দুপুর ২টায় রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গাজীপুর র‍্যাব-১ এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি ডেইলি স্টারকে জানান।

তিনি বলেন, 'গাজীপুরের শ্রীপুরে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম বাচ্চু। জেলার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'

বিএনপি সূত্রে জানা যায়, ডা. রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় প্রায় প্রতিটি কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিএনপি নির্বাচনে অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও ছিল।

Comments

The Daily Star  | English

Seat-sharing talks change gear as polls schedule imminent

Political parties are accelerating preparations for the coming polls, with aspirants nearly finalised, alliances taking shape, and seat-sharing talks at full throttle.

11h ago