আ. লীগকে নিষিদ্ধের দাবি এলডিপির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে এলডিপি সভাপতি অলি আহমেদ। ছবি: পিআইডি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে তিনি তার দলের পক্ষে এ দাবি জানান।

সংলাপ শেষে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, 'তারা (আওয়ামী লীগ) তাদের পুলিশ বাহিনীকে (জনগণের বিরুদ্ধে) অবৈধভাবে ব্যবহার করেছে। তারা এক হাজার ৫০০ ছেলে-মেয়েকে হত্যা করেছে, আহত করেছে। তারা দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে।'

এলডিপি প্রধান বলেন, '১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর জামায়াত নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার কারণ কী ছিল? একই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে।'

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর সমর্থক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান অলি আহমেদ।

 

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

1h ago