খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

লন্ডনে চিকিৎসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 'শারীরিক ও মানসিকভাবে সুস্থ' আছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে খালেদা জিয়া গুলশানের বাসভবনে ফেরার পর এক সংবাদ ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, 'তিনি (খালেদা জিয়া) অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে ফেরত এসেছেন। চিকিৎসার পর তিনি অনেকটুকু সুস্থ আছেন। মানসিকভাবেও তিনি স্ট্যাবল আছেন।'

'তবে ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার কারণে তিনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিকভাবে তার অবস্থা অত্যন্ত স্থিতিশীল,' বলেন ডা. জাহিদ।

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

লন্ডনে চার মাস উন্নত চিকিসা শেষে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। 

বিমানবন্দর থেকে গাড়িতে গুলশানের বাসায় আসতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। 

অধ্যাপক জাহিদ জানান, 'বিএনপি চেয়ারপারসন লন্ডনে চার মাস ছিলেন। সেখানে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছে। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।'

'টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন চেয়ারপারসন,' বলেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান।

ডা. জাহিদ বলেন, 'চেয়ারপারসনের চিকিৎসার সময়ে লন্ডনে তার বড়ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭ জানুয়ারি তাকে রিসিভ করা  থেকে শুরু করে গতকাল ৫ মে পর্যন্ত যে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমরা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও তার পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই।'

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

1h ago