নারীকে লাথি মেরে আলোচনায় আসা কর্মীকে বহিষ্কার জামায়াতের, দল হিসেবে দায় অস্বীকার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে পেছন থেকে এক নারীকে লাথি মারেন জামায়াত কর্মী আকাশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি দিয়ে আলোচনায় আসা আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনাটি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এটিকে 'অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্য' হিসেবে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে ওই ঘটনায় দল হিসেবে জামায়াতের কোনো দায় থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

দলটির ভাষ্য, 'সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী ঊর্ধ্বতনদের অনুমতির বাইরে যে কাজ করেছে, তা চরম নিন্দনীয়।'

গত বুধবার চট্টগ্রামের জামালখান এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালান। ওই ঘটনায় ১২ জন আহত হন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছিল।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago