এপ্রিল বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না: ফখরুল

বাংলাদেশ একটা রাষ্ট্র, কোনো ক্লাব না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো/প্রবীর দাশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মনে করে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না।

আজ শনিবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'যে সময় নির্ধারণ করা হয়েছে তা বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। কারণ তখন প্রচণ্ড গরম, ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। রমজান, পাবলিক পরীক্ষাও আছে।'

'সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনের প্রচারণা চালাতে হবে রোজার মাসে, যা খুব ডিফিকাল্ট হবে,' বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আমাদের বরাবরই দাবি ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। জনগণের এই প্রত্যাশা পূরণ হয়নি।'

তিনি আরও বলেন, 'আমরা মনে করি ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং এটিই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে।'

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

6h ago