মুজিববাদের বিরুদ্ধে লড়াই শেষ না করে থামব না: নাহিদ ইসলাম

মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে আয়োজিত পথসভায় এনসিপির নেতারা। ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, আরেকটি লড়াই সামনে আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের আরও দশ জায়গায় হামলা চালানো হলেও আমাদের দমন করা যাবে না। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই আমরা ঘোষণা করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, সেই লড়াই শেষ না করে আমরা থামব না।'

এসময় মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, 'আমরা জানি- মুন্সীগঞ্জবাসী নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবে।'

'মুন্সীগঞ্জে ছিল এই উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ মুন্সীগঞ্জে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। শিক্ষা ও কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সীগঞ্জে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। মুন্সীগঞ্জ সেই বিক্রমপুর, সেই ইদ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়াতে চায়', বলেন তিনি।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে নাহিদ ইসলাম বলেন, 'মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে। আমরা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। আপনাদের স্বজন, প্রবাসীদের এ ব্যাপারে সরব হতে বলুন। আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব।'

এনসিপির আজকের কর্মসূচি ঘিরে সকাল থেকেই শহরে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ছাড়া, পুলিশ ও সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

US takes in $87b from tariffs in first half of 2025

More than $87 billion in tariff revenue collected by end of June, surpassing $79 billion total for all of 2024

1h ago