ইসির অস্বীকৃতির পরও শাপলা প্রতীক চেয়ে এনসিপির চিঠি

নির্বাচনী বিধি সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এই তিনটির একটি প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে এই সংক্রান্ত একটি চিঠি পাঠায় এনসিপি। 

চিঠিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়, 'আমরা আশা করি নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা এবং ৩. লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।'

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়, 'কমিশন যেন সিদ্ধান্ত গ্রহণে তাদের পূর্বের স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিহার করে এবং এমনভাবে সিদ্ধান্ত নেয় যাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের আন্তরিকতা নিয়ে জনমনে কোনো প্রশ্ন না ওঠে।'

দলটি আরও সতর্ক করে দিয়ে বলে, 'কমিশনের কোনো অনীহা দেখা দিলে তা জনমনে সন্দেহ সৃষ্টি করবে যে, কমিশন সত্যিই সবার জন্য সমান সুযোগ তৈরিতে আগ্রহী কি না।'

এর আগে, মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'শাপলা প্রতীক এনসিপিকে বরাদ্দ দেওয়া হবে না। কারণ এটি ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই। এখন এনসিপিকে বিকল্প প্রস্তাব জমা দিতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে দুই পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে।'

এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক পোস্টে বলেন, 'আমরাও দেখব নির্বাচন কীভাবে হয় এবং কারা ক্ষমতার স্বপ্ন দেখে।'

সারজিস আরও উল্লেখ করেন, 'ইসি সচিবের এই বক্তব্য- যে শাপলা প্রতীক তালিকায় নেই, আসলে তা প্রমাণ করে যে প্রতীকটি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।'

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago