তারেক রহমানের নাম ভোটার তালিকায় নেই, তবে ইসি চাইলে ভোট করতে পারবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম ওঠাননি। তবে নির্বাচন কমিশন (ইসি) অনুমতি দিলে তিনি তা করতে পারবেন।
এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব জানান, যারা ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভোটার হওয়ার প্রক্রিয়া ও কার্যক্রম অব্যাহত থাকবে।
১৬ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নাম ভোটার তালিকায় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'না।'
তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন কমিশন যদি অনুমতি দেয়, তবে তিনি পারবেন।'


Comments