২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'আজ আমরা সরেজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, বাসায় যাবেন।'

তিনি আরও বলেন, 'আমরা তারেক রহমানের আগমন নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলাম। তার নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম কথা বলেছে।'

বিএনপির এই নেতা আরও বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন আসবেন আমাদের সংগঠনের কর্মীরা তাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন। আমরা চাই যেন তার প্রত্যাবর্তনটি ঐতিহাসিক হয়। সেজন্য স্মরণীয় করে রাখার জন্যই আমাদের আয়োজন হচ্ছে।'

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, 'বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি অবতরণ করবেন। এরপর তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে।'

সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন ছাড়াও ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রি. জে. (অব.) শামছুল ইসলাম।

Comments

The Daily Star  | English

National flag-draped coffin of Sharif Osman Hadi reaches Dhaka

Inqilab Moncho spokesperson died in Singapore after being critically injured in a shooting

34m ago