‘চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার আরও বড় জায়গায় স্থানান্তর হবে’

‘চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার আরও বড় জায়গায় স্থানান্তর হবে’
বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (আইটেক) ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. রাজীব রঞ্জন। ছবি: স্টার

চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) শীঘ্রই আরও বড় জায়গায় স্থানান্তর করা বলে জানিয়েছেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই-কমিশনার ডা. রাজীব রঞ্জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (আইটেক) ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. রাজীব রঞ্জন এসব কথা বলেন।

তিনি জানান, 'বাংলাদেশ ও ভারতের জনগণ সবসময় একে অন্যের কাঁধে কাঁধ রেখে কাজ করেন। দুই দেশের সম্পর্কে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগকে আলাদা গুরুত্ব দিই আমরা। আমাদের বন্ধুত্ব সমতা ও ভ্রাতৃত্বের।'

নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইটেক অ্যালামনাইরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক 'গোল্ডেন চ্যাপ্টারের' মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ডা. রাজীব রঞ্জন বলেন, 'দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রায় একে অন্যের দেশ ভ্রমণ করছেন। দুই দেশই অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার হাত আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করছে। এজন্য সড়ক, রেল এবং নৌপথে যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। '

তিনি বলেন, 'বিশ্বের ১৬০টিরও বেশি দেশে সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের জন্য ভারতীয় সরকার আইটেক কর্মসূচির মাধ্যমে সরকারি কর্মকর্তা, পেশাজীবী এবং বেসরকারি খাতের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে থাকে। বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজারের বেশি পেশাজীবী আইটেক কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন। এই সংখ্যা আরও বাড়াতে আমরা কাজ করছি।'

চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) শীঘ্রই আরও বড় জায়গায় স্থানান্তর করা হবে বলে অনুষ্ঠানে জানান ডা. রাজীব রঞ্জন।

তিনি বলেন, 'অপর্যাপ্ত অবকাঠামো ও জনবলের অভাবে ভিসার আবেদন করতে এবং আবেদন জমা দিতে মানুষের ভোগান্তি নিয়ে আমরা চিন্তিত। তাই ভালো সেবা দিতে শীঘ্রই আরও বড় জায়গায় আইভ্যাক স্থানান্তর করা হবে।'

বারবার ভিসার আবেদনে জাল কাগজ দিলে আবেদনকারীকে 'ব্লকলিস্টেড' করা হবে বলে এ সময় সতর্ক করেন ভারতীয় সরকারী হাই-কমিশনার।

তিনি বলেন,' ভিসার আবেদন করার সময় অনেকেই 'লোকাল এজেন্ট' এর সহায়তা নিচ্ছেন। তারা যেমন বাড়তি অর্থ আদায় করছে, তেমনি জাল কাগজ সরবরাহ করছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।'

'এই কারণে ভিসার আবেদন প্রক্রিয়াকে আমরা পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। স্মার্ট আইডি কার্ড আছে এবং চট্টগ্রাম বিভাগে যাদের ঠিকানা- তাদেরই আইভ্যাক চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে ভিসা দেওয়া হবে। ভিসা প্রার্থীদের সহায়তা দিতে কমপ্লেইন বক্স এবং ইমেইল আইডি খোলার পরিকল্পনা নিয়েছি আমরা,' বলেন তিনি।

চট্টগ্রামে আইটেক ডে উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫ জন আইটেক এলামনাই অংশ নেন। তাদের পক্ষ থেকে আইটেক প্রশিক্ষণ নিয়ে স্মৃতিচারণ করেন আব্দুল মান্নান, জসিম উদ্দিন, আমেনা খাতুন, খাইর উদ্দিন বরকত, গোলাম কিবরিয়া খন্দকার এবং প্রিতি দত্ত। স্মৃতিচারণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে গান-নাচ পরিবেশন করেন শিল্পীরা।

Comments

The Daily Star  | English

Bangladesh to boost LNG imports on lower global prices

Falling spot prices and weak demand in Asia prompt Dhaka to look beyond its initial import plan for this year

12h ago