চট্টগ্রামে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করেছে জেলা প্রশাসনের স্কুল বাস

শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাচ্ছে একটি স্কুল বাস। ছবি: অরুণ বিকাশ দে/স্টার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া 'স্মার্ট স্কুল বাস' সার্ভিসটি গত এক বছরে শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অভিভাবকদের কাছ থেকেও পেয়েছে প্রশংসা।

শিক্ষার্থীরা জানায়, গত বছরের ২৮ নভেম্বর এই সেবা চালু হওয়ার পর তাদের স্কুলে যাওয়া-আসা সহজ হয়েছে।

ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা শারমিন বলেন, 'আগে স্কুলে যাওয়া-আসার সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হতো। বহদ্দারহাট থেকে জামাল খান মোড় পর্যন্ত স্কুলে যাওয়ার পথে দুটি গাড়ি বদলাতে হতো। এই বাস সার্ভিস শুরুর পর কোনো ঝামেলা ছাড়াই স্কুলে যাতায়াত করছি।'

কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজেশ দেবনাথও বলে একই কথা। তার ভাষ্য, 'এখন আর রাস্তায় বাসের জন্য অপেক্ষা করতে হয় না। স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন গণি বেকারি মোড় থেকে স্কুল বাসে উঠছি।'

শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন স্কুল বাস সার্ভিস চালু করে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বন্দর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থীকে নিয়ে ২০২৩ সালের ২৮ নভেম্বর প্রথম বাসটি যাত্রা শুরু করে। এ বছরের ১০ জানুয়ারি থেকে ১০টি বাস পুরোদমে চলছে।

বাসগুলোতে রয়েছে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল অ্যাটেনডেন্স-কিপিং সার্ভিস এবং আইপি ক্যামেরা।

সম্প্রতি শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের শিক্ষার্থী জহিরুল ইসলাম এই স্কুল বাসে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি বলেন, 'যখন বাসে উঠি, এসএমএস দিয়ে আমার অভিভাবককে সেটা জানানো হয়। তারা নিশ্চিন্ত থাকতে পারেন।'

বাসের সংখ্যা বাড়ানোর জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকেরা।

হালিশহর বড়পুল এলাকার বাসিন্দা রাশনা শারমিন বলেন, 'বর্তমানে পতেঙ্গা থেকে হালিশহর রুটে স্কুল বাস সার্ভিসটি নেই। আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করবো, তারা যেন শিগগির এই রুটে স্কুল বাস সার্ভিস চালু করেন।'

যোগাযোগ করা হলে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, 'স্কুল বাস উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বেশ সমাদৃত হয়েছে। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রুটের জন্য আরও ১০টি বাস চালু করার পরিকল্পনা করছি।'

তিনি আরও বলেন, 'আশা করি শিক্ষার্থীদের জন্য আরও ১০টি স্কুল বাস খুব শিগগির রাস্তায় নামবে।'

এই স্কুল বাস বর্তমানে দুটি রুটে চলাচল করে। এক নম্বর রুটের বাসগুলো বহদ্দারহাট থেকে ছেড়ে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগী পাহাড়, নন্দনকানন ও আমতল হয়ে নিউমার্কেট যায়। একই রুট ধরে পুনরায় ফেরে বহদ্দারহাট।

দুই নম্বর রুটের বাসগুলো অক্সিজেন, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা মোড়, টাইগার পাস, দেওয়ান হাট ও চৌমুহনী হয়ে আগ্রাবাদ যায়। একই রুট ধরে ফিরে যায় অক্সিজেনে।

জিপিএইচ ইস্পাত এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এই বাসে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের প্রতিবার ভাড়া দিতে হয় ৫ টাকা। সেইসঙ্গে দেখাতে হয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র।

Comments

The Daily Star  | English

American doctors who exposed the Nixon–Kissinger lies

Due to its strong ties to Pakistan as a Cold War ally, the Nixon administration declined to recognise the genocide.

11h ago