ওয়াসার পাইপলাইনে আবারও ফাটল, চট্টগ্রামে পানি সরবরাহ ব্যাহত

ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের জন্য খননকাজ চলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

বন্দর নগরীতে একটি প্রধান পানি সরবরাহ লাইনে ফাটল দেখা দেয়ার ফলে অন্তত ২০টিরও বেশি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

আজ রোববার নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক পরিচালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের উন্নয়ন কাজের সময় এক হাজার ১০০ মিলিমিটার ব্যাসের মূল সরবরাহ লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি শহরের অনন্যা আবাসিক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন প্রকল্পের সময় ওয়াসার সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় প্রায় এক সপ্তাহ ধরে পানি সংকট ছিল।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহাবুবুল আলম বলেন, 'ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের জন্য আমরা এলাকাটি খনন শুরু করেছি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে আমরা এখনো ফাটল এলাকায় যেতে পারিনি।'

ফাটল মেরামত করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

ঘটনার পর সরকারি পানি সরবরাহ সংস্থা কর্তৃক জারি করা একটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতির কারণে হালিশহর এলিভেটেড ট্যাঙ্ক, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারিপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিয়ালপাড়া, কদমতলী, হাজিপাড়া, শান্তিবাগ, মুহুরিপাড়া, পাহাড়তলী, ঈদগাহ এবং দেওয়ানহাটসহ আশপাশের এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago