পটিয়ার ওসির বিষয়ে সিদ্ধান্ত কাল দুপুরের মধ্যে: অতিরিক্ত ডিআইজি

দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা খুলশীতে চট্টগ্রামের ডিআইজি কার্যালয় ঘেরাও করে। ছবি: স্টার

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দেয়া হবে বলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জানিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যার দিকে বন্দরনগরীর খুলশীতে ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওসি অপসারণের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তিনি আগামীকাল দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। 

তার এ ঘোষণার পর খুলশীতে সড়কে অবস্থানের তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সড়ক ছেড়ে দেন পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধকারীরাও।

এর আগে, দুপুরে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং বিকেলে খুলশীতে ডিআইজি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, ওসির নির্দেশে গতরাতে তাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।

আলোচনার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, ''আন্দোলনকারীরা আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছেন। এর মধ্যে আমরা সিদ্ধান্ত জানাব।'

তিনি আরও বলেন, 'আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। যারা দায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারীরা জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে ধরে পটিয়া থানায় সোপর্দ করা হয়। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে আটক করতে রাজি হয়নি।

পরে উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের থানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয় বলে জানা গেছে।

এ ঘটনার পর আজ সকালে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

3h ago