বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। স্টার ফাইল ফটো

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার চট্টগ্রাম বন্দরমুখী সব সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।

আজ শনিবার চট্টগ্রাম সার্কেলের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ কর্মসূচি ঘোষণা করে।

চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় ট্রেড ইউনিয়ন সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, 'এরই মধ্যে দুটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এসব চুক্তির বিস্তারিত কেউ জানে না।'

তিনি আরও বলেন, 'এনসিটি হস্তান্তর নিয়ে মামলা আছে। আদালত নিউমুরিং টার্মিনালের চুক্তি কার্যক্রম শুনানি পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। কিন্তু এই আদেশ মানা হচ্ছে না।'

'বন্দর টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সরকারকে বাতিল করতে বাধ্য করা হবে,' বলেন তিনি।

তার ঘোষণা অনুযায়ী, আগামী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় অবরোধ পালন করা হবে।

স্কপ চট্টগ্রাম আঞ্চলিক ইউনিট আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও সদস্যরা অংশ নেন।

Comments

The Daily Star  | English

Victory Day: Nation honours Liberation War martyrs

The government has taken extensive programmes to celebrate the day

17m ago