বরিশালে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্য নিয়ে 'স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫'-এর বরিশাল আঞ্চলিক পর্ব ৬ ডিসেম্বর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল অঞ্চলের ১৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩২ শিক্ষার্থীর অংশগ্রহণ করে বরিশালে অনুষ্ঠিত এই পর্বে।

শনিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় প্রদর্শিত ৪৪টি প্রকল্পের মধ্যে সেরা ৪টি জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবসম্মত সমাধান তৈরির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত ASSET (Accelerating and Strengthening Skills for Economic Transformation) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রকিব উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার এবং পুরস্কার বিতরণী। শিক্ষক-শিক্ষার্থী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

জাতীয় স্তরে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় গত ২৭ সেপ্টেম্বর। দেশের ২১১টি প্রতিষ্ঠানে ওই পর্বে অংশ নেয় প্রায় ১০ হাজার শিক্ষার্থী, যারা উপস্থাপন করে ৩,২০৯টি প্রকল্প। সেখান থেকে বাছাই হওয়া প্রকল্পগুলো আঞ্চলিক পর্বে অংশ নেয়।

আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে ৮ অঞ্চল থেকে বাছাই করা মোট ৫০টি প্রকল্প প্রতিযোগিতা করবে। সেরা তিনটি প্রকল্পের উদ্ভাবকদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

Comments

The Daily Star  | English

Sugar, edible oil imports surge as dollar supply improves

Bangladesh’s imports of key essential commodities rose in the first quarter of fiscal year 2025-26 (FY26), supported by improved availability of foreign exchange and lower prices in the international market.

48m ago